আমি অনন্তকাল অপেক্ষা করতে পারি,........
যদি বলো" ভালবাসি"
বোধনের বাদ্যি উতলা করেছে মন
আকুল করেছে শিউলি সুবাস
হৃদয়বীণায় আগমনীর বাঁশি
বলো না আজও "ভালবাসি"?
সাতসমুদ্দুর দেখিনি কখনও...........
তেরো নদী পার হইনি
প্রেমের সমুদ্র উথাল পাথাল
সেখানেই ভাসাভাসি
কান পেতে আছি
মরুতৃষা বুকে
বলো না.............
"তোমাকেই ভালবাসি"।