আমার অন্ধকারই প্রিয়
কে বা কারা আমাকে অন্ধকার চিনিয়েছিল
মনে নেই
তবে.......
ঘন অন্তহীন তমিস্রা
ওরা এখন আমাকে দেখে ভয় পায়
আমি মজা পায় ওদের ভয় দেখিয়ে
থাকি ঘোর অন্ধকারে....
নিঃসীম নিশ্ছিদ্র অন্ধকার

তবু অন্ধকারই আমার বড় প্রিয়
আলোর প্রকাশে অন্ধকারের
কুুৎসিৎ রূপটা বড় বেশি প্রকট
হয়ে ওঠে.........
তাই আলো চাই না আর
অন্ধকারই থাক না কেন
আমার একান্ত আপনার?-