আজ সারাদিন ধরে বৃষ্টি মাতন দেখেছি........
দেখেছি তার মনমোহিনী রূপ
কখনো ঝরেছে অভিমানিনীর
চোখের জল হয়ে
নিঃশব্দে........
কখনো বা চঞ্চলা কিশোরীর
মতো রোদ্দুরের সাথে
লুকোচুরি.............
আবার কখনো বা কলহপ্রিয়া
গড়গড় শব্দে অঝোর ধারায়
বর্ষণ..............

মেঘমল্লারে বজ্রের নাদ সৌদামিনীর
হাসি.........
হৃদয় নাচছে ময়ূরের মতো
এসো না নতুন করে
ভালবাসি..........