হে অরন্য! প্রাচীনতার গন্ধ গায়ে
আজও তুমি দাঁড়িয়ে আছো
বিস্তৃত বিশাল!
তোমার অবদানের তো কোন শেষ নেই?
আদি জননী তুমি.....
রক্ষাকর্ত্রী তুমি! সসাগরা পৃথিবীর
মহার্ঘ সম্পদ
মানুষের অন্তিম আশ্রয় তুমি!
তবে কেন নির্মম নবীন?
কেন প্রতিনিয়ত নেমে আসে
কঠোর কুঠার তোমার উদার
প্রশস্ত বক্ষে?
কেন নীরব তুমি অরন্য?
মুখর হও মৌন বনানী!
দুর্বার গতিতে ভেঙ্গে পড়ো
নিলর্জ নাগরিক সভ্যতার সাধের
হর্ম্য প্রাসাদ পরে......
জ্বলে পুড়ে খাক হয়ে যাক
স্বার্থপর মানুষের লোভ!
তোমার ক্ষতবিক্ষত আত্মার দোহাই
ফিরে এসো অরন্য! মানুষের মাঝে?
অভিশাপ দিও নাকো আর..........