হাস্নুহানার গন্ধে মাতাল সাপটা
পাকে পাকে জড়িয়েছে আমায়
জানতাম নেশা ছুটলেই ছোবল
মারবে...........ছোবল!
মোহাবিষ্ট আমি, ছাড়াতে পারিনি
নাগপাশ......
নীল হয়ে গেছি বিষাক্ত ছোবলে