আমার বন্ধু 'রতনতনু' পঞ্চাশের নীচেই বয়স
মাথায় চুল নেই বললেই হয়
যাকে বলে মাথা ভর্তি টাক!......
সদা হাস্যময়,যদি শুধোয় কেমন আছো?
একগাল হেসে, টাকে হাত বুলোেত বুলোতে
বলবে-
'আমি পৃথিবীরশ্রেষ্ঠতম সুখী মানুষ"।
আমি ছাপোষা মানুষ!দুখী দুখী মুখে
জিঞ্জেস করি- তা তোমার সুখের গোপন
কথাটা কি?
হা হা করে হেসে বলে তোদের মত আমার
'ভালবাসার'অসুখটা নেই তাই?
বিরক্ত হয়ে বলি 'ভালবাসার'ও
অসুখ হয় নাকি?
একটু ম্লান হাসি তারপরেই স্বভাব সুলভ
হাসি দিয়ে বলে......
শোন ভালবাসলেই দুঃখ,মান অভিমান
সারাক্ষণ আগলে আগলে রাখা
সর্বদা পেয়ে হারাবার ভয়
প্রতি মুহূর্তে রক্তাক্ত হওয়া....!
কাছে পাওয়ার তীব্র বাসনা!
এত চাপ নেই না, তাই আমি সুখী...
হলো তো?

অবাক হয়ে বলি...
ভালোবাসাবাসির ধার ধারো না---
এত কথা জানলে কি করে?
মুচকি হেসে চোখ ছোট করে টাকে
হাত বুলিয়ে বলল রতন
'আমার টাক কি আর এমনি পড়েছে'?