একটা চিঠি লিখবে আমায়,
কিম্বা আমিই লিখি তোমায়?
মোবাইল আর ফেইসবুকে কথা
বলতে বলতে....
হাঁফিয়ে উঠেছি আমি।
তাতে না আছে আবেগ না আছে
ভালবাসার রোমাঞ্চ!
বড্ড একঘেয়ে কথা, হুঁ আর হ্যাঁ.......
অবশেষে? ও কে বাই গুড নাইট।

আর চিঠি?তার আমেজই আলাদা!
সপ্তাহ ধরে অপেক্ষা করা,....দিন গোনা
উৎকণ্ঠা আর আশঙ্কা-
তারপর?
লম্বা সাদা কাগজে,আমরা লিখবো
স্বপ্ন দিয়ে সাজাবো বাসর
পরতের পর পরত ভালবাসার মোড়কে
সুখ স্বপ্নের আবেশ...... শুধু ভালবাসা
থাকবে মান অভিমানের পালাগান!
তারপর 'মান ভঞ্জন'! ঝুলনখেলা '......
না 'কুঞ্জভঙ্গ' নয়
শুধু প্রেম আর প্রেম আমরা ভাসবো
ভাসতেই থাকবো অনাদি কালের স্রোতে...যেন নীড়হারা দুটি পাখি?

আচ্ছা বলতো চিঠি ছাড়া এ ভাব কি
প্রকাশ করা যায়?
যখন ডাকবাক্সে পিওন চিঠিটা দেখবে
একটু হক্চকিয়ে যাবে না?
চিঠি তো আসে না এখন আর
আড়মোড়া ভেঙ্গে মাথা নাড়িয়ে
বলবে- 'এ কি আপদ'!

চিঠিটাহাতে পেয়ে.....
আঃ কি সুন্দর খাম আর কি মিষ্টি একটা গন্ধ!
যেন পারিজাত ফুটল এখনই!!!
চিঠি পড়তে পড়তে তোমার কি মনে হবে জানিনা....
তবে আমার শিরা ধমণীতে তখন শুরু হয়েছে 'বর্ষামঙ্গল"।
প্রেমের ঝর্ণাধারায় আমি তখন ভিজছি
ভিজেই চলেছি...........