যে নারী যত সুন্দর করে কথা
বলতে পারে সে নারীই
প্রকৃত শ্রীময়ী।
এমনই এক শ্রীময়ীকে আজ
আবিষ্কার করলাম
রাস্তার ধারে.......
পুদিনাপাতা,জিরে গুঁড়ো,আর বিট লবন
দেওয়া ঠান্ডা জল বিক্রি করছে...
মাটির জালার গায়ে লেখা-
"বিল্লো কি ঠান্ডা পানি"
কি ভিড় সেখানে...........
কালো, ল্যাপা জোপা চেহারা
সুঠাম স্বাস্থ্য যৌবনবতী
দেহাতী মেয়ে,
কিন্তু কি সুন্দর তার কথা বলার ভঙ্গী !
আর কণ্ঠস্বর ?
বীণা বিনিন্দিত।!
আগুন ঝরা দিল্লীর গরমে
লোকে ওর জল আকণ্ঠ পান করে
ঠান্ডা হচ্ছিল, কেউ কেউ বলছে
বিল্লো রাণী! আউর এক গ্লাস
আর আমি ? আমি আকন্ঠ পান
করেছি ওর সুধাঝরা কণ্ঠস্বর
কানের ভিতর দিয়ে মরমে পশিল যেন।
আমার বাস এসে গিয়েছিল.....
আর তো দাঁড়াতে পারি না
তখনই শুনলাম জনৈকার মুখে
কালো বলে ওর বর ওকে ছেড়ে দিয়েছে
কয়লার মাঝেই হীরা থাকে,
সেই হীরার কদরই বুঝল না.......
লোকটা সত্যিই হতভাগা!!