ভালবেসে বাউন্ডুলে হয়েছিলাম
কিছুটা বোকাও হয়তো.......
ভালবাসার গন্ডির চারপাশেই
ঘুরপাক খেতাম
আর কোন জগৎ নেই
ছিলই না....
আঃ কি সুখ!
ডুবেই ছিলাম
কি করে হারিয়ে গেল সব
টেরই পেলাম না
এখন পেয়ে হারানোর দুঃখ টের পাচ্ছি.....
সেই দুঃখের বোঝা বয়ে বেড়াচ্ছি
কবে থেকে...
কত জায়গায় তো ঘুরলাম
কোথাও পেলাম না বোঝা নামাবার ঠাঁই,
কেন যে মানুষ ভালবাসে
দুঃখের বোঝা বওয়ার এত্ত শখ!
তোমরা কেউ বলতে পারো......
আমি বোঝাটা কোথায় নামাই?