আমি রাস্তার ধারের,
সেই অবহেলিত বৃক্ষটি,
যাকে যত্ন করে কেউ রোপণ
করে নি কোনদিন
প্রখর দাবদাহে এক ঘটি জলও
দেয়নি কেউ-
তবু বেঁচে আছি.....
সহ্য করছি হাজারো উপেক্ষার দৃষ্টি
প্রতিদিন প্রতিক্ষন।
সহ্য করি ঝড়, বৃষ্টি,রোদ দূষণ
বুক পেতে গ্রহণ করি-
তোমাদের অনাদর অবহেলা
তোমাদের সুবিধে মতন
যখন তখন অঙ্গচ্ছেদ
করো আমার,
তবু আমি দাঁড়িয়ে আছি
স্থির অচঞ্চল....
তোমাদেরই ছায়া দেবো বলে।