ভালবাসার বয়সটা বেড়েছে বোধহয়
সব কিছু কেমন এলোমেলো
ভূল হয়ে যায়।
মাঝ রাতে ঘড়ঘড় শব্দে ঘুম
ভেঙ্গে যায়
প্রশ্নের উত্তর মেলে না।
তুমি কেমন ভাবলেশহীন চোখ
মেলে চাও,
কিছু বল......
বড় করুণ সে স্বর
কথায় কথায় আর রবীন্দ্র নজরুলের
সুরের ঝর্ণা ঝরে না
ছুটে আসে না সুকান্তের রানার
কি খুঁজছো তুমি?
তোমার বট তলার চায়ের দোকানের
আড্ডা! যেখানে দেশোদ্ধারের ঝড়
উঠতো সেখান থেকেও হারিয়ে গেছ
তুমি
সত্যি ভালবাসার বয়স হয়েছে
ভালবাসারও বয়স হয়?
হয়তো বা........

তবু মন কেন এলোমেলো
অশান্ত উতল?
বেলা অবেলার গান গায়
উদাসী বাউল।