ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছি একা
পড়ন্ত বেলা, আঁধার নামবে এক্ষুনি
মনে মনে ভাবি কিছুই তো হলো না করা
কত কাজ বাকি।
ঘাট বলল দাঁড়িয়ে কেন,
পারে যাবে বুঝি?
বলি, সময়টা হারিয়ে গেছে
খুঁজে দেবে তুমি?
ঘাট বলল কানে কানে
সময় হারায় নাকি?
সময়ের মূল্য বোঝনি তুমি
সময় দিয়েছে ফাঁকি।