মন মাঝি তুই পাল তুলে দে
অচিন পুরে চল
যেথায় আছে শুধুই মানুষ
নেইকো গ্যাঁড়াকল
তুই অচিনপুরে চল।
যেথা নারী-পুরুষ সাথে সাথে
চলবে হাতে হাত রেখে
যেথা মনের দ্বন্দ্ব থাকবে নারে
থাকবে না কো ছল
তুই অচিন পুরে চল।
যেথা পচা গলা রাজনীতি নেই
নেইকো কোনো দল
সবার জন্য একই নিয়ম
জীবন নদীর জল
তুই অচিন পুরে চল।
যেথায় জাত পাতের নেইরে বিচার
নেই কোনো কোন্দল
মানুষ আছে সবার উর্ধে
সত্যে অবিচল
তুই অচিন পুরে চল।