নদীপাড়ে বিশাল প্রাচীন বটগাছটির ঝুরি ধরে
দুলতে দুলতে
জিজ্ঞেস করেছিলাম
"হে ত্রিকালজ্ঞ! সবই তো জানো তুমি
এবারে আমার কবিতা হওনা?"
মৃদু হেসে বটগাছ বলে
"বাপুহে যখন আমাদের অস্তিত্বের সংকট
তখন কেন এ রসিকতা?
আমরা তো সত্যি সত্যি একদিন কবিতা হয়ে যাবো
বিফলমনোরথ আমি নদীপাড়ে গিয়ে বসি
চপলা চঞ্চলা নদী বুঝি পড়ে ফেলে আমার
মনের কথা
ম্লান অথচ সশব্দে হেসে বলল
শোন সখি!
ওসব কবিতা টবিতা ছাড়ো?
এতদিন কত কবিই তো লিখলেন নদী কবিতা!
কিন্তু নদীর মুক্তির
কি উপায় হবে কেউ লেখেনি?
সভ্যতার উৎকট সঙ্কটে নদীগতিহারা
লুপ্তপ্রায় কতশত নদী!
আমি কবিতা হতে চাই না সখি!
মুক্তি চাই.....
বয়ে যেতে চাই কলকল খলখল স্বাধীনভাবে
তুমি আমাদের মুক্তির কথা লেখো সখি!
নদী না বাঁচলে বাঁচবে কি সভ্যতা?