জৈষ্ঠের প্রখর  রৌদ্র হঠাৎই  ধূলোঝড়ের কাজল
পরে,চোখ রাঙায় আমাকে,
বৃক্ষ গুল্মলতাদি ধূসর...
উর্দ্ধমুখী বাতাসের টানে ধূলোঝড় যেন
মৌন সন্ন্যাসীর অবিন্যস্ত জটাজাল!
আমি অপলক চেয়ে লীলা দেখি প্রকৃতির
কোথাও কোনো সবুজের চিহ্ন মাত্র  নেই
আছে শুধু সন্ন্যাসীর ধুম্র জটাভার
জানি এ বিশাল জটাভার, স্পর্শ  করবে মাটি
মাটিতেই মিশে যাবে,তীব্রগতি মাটির ঘূর্ণন,
অশান্ত বারিধারা ধুয়ে দেবে ধূলোর কাজল,
জীবন ফিরবে ছন্দে.....
নীল ও সবুজে  হবে মধুর মিলন।