হে চিরনূতন!
আজি তব জন্মের মহাপূণ্যক্ষণে কিবা দিব উপহার?
বঞ্চিতের যন্ত্রণা  আর মানবাত্মার হাহাকারে জর্জরিত
এ বিড়ম্বিত জীবনের কথা?
ভাবিয়া না পাই......

চেতনার উন্মেষলগ্নে তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা.....
পাথেয় ছিল তব বাণী!
হে আমার প্রথমপ্রেম! কেমনে বর্ণিব বলো
সে উপলব্ধির  আলোকিত মহিমার কথা?
এইটুকু জানি সার কথা,
তোমাতেই শুরু এ জীবন,শেষ হবে তোমারই ও নামে
কালের হিল্লোলে উত্তাল এ স্বদেশভূমি
নিপীড়িত  মানুষের  আকুল ক্রন্দন,
চারিপাশে নাগিনীর  বিষাক্ত নিশ্বাস....
তারইমাঝে জীবনের একটু আশার আলো
তোমার অভয়বাণী!
হে মানবাত্মার কবি! এ ঘোর অমারাত্রির কালে
প্রেমের প্রদীপখানি জ্বেলে দিনু
তোমার শুভ জন্মদিনে
গ্রহন করিলে এ ক্ষুদ্র  উপহার
সার্থক হবে এ ক্ষুদ্র জীবন আমার!