ভালবাসি এই গাঢ় সন্ধ্যার অন্ধকার
কুয়াশার মতো রহস্যের ঘেরা চারিপাশ
দূর থেকে ভেসে আসে শঙ্খের আওয়াজ
মৃদু বাতাসে গাছেদের পাতায় কানাকানি!
যেন কোন অশরীরী আত্মার চাপা দীর্ঘশ্বাস।
জোনাকির দলের বোধহয় ছুটি এই সন্ধ্যায় অন্ধকারকে আলিঙ্গনে বাঁধতে চায়না আজ।
অলস মন্থরতায় ঝিঁঝির ঐক্যতানে জাগে মেদুরতা
ইচ্ছে নেই তবু ডাকে অভ্যাসবশে।
আমি জানি আমার কবিতা মহাপ্রস্থানের
পথের দিক নির্দেশিকা নয়.......
তবু লিখি নিত্যিকার অভ্যাসবশে
অন্ধকারের চাদর জড়িয়ে বসে থাকি নির্বাক
আরও ঘন অন্ধকারকে জড়িয়ে থাকার আশায়।