যেখানে কবিত্ব চলে না
ক্ষুধার জগতের মানুষগুলো শুধু এইটুকু বোঝে
একমুঠো ডাল-ভাতই যেন তাদের সাধনা ।
কি অদ্ভুত জীবনচারণ এই সমাজের
একদিকে সূর্য কিরণ অন্যদিকে আঁধারে ঘেরা
মানুষ যদি মানুষ হতো, হতো কি এমন !
এই আমি নেই না খোঁজ কোনদিন
পাশের বাড়ি কে আছে কেমন
রোজ করি ভূড়িভোজ অনাহারী রেখে ।
সময় বড় নিষ্ঠুর খেলা খেলে
মানুষকে করে অমানুষ স্বার্থের জালে ফেলে
অথচ, মানুষ জনম সৃষ্টি জগতে সেরা ।
আঁধারের বুকে আলো জ্বেলে কে আনবে সুদিন
ধরার বুকে জ্বালবে প্রদীপ নির্ভয়ে
কোথায় তুমি মানবতা বলবে কি ?
মানুষ হওয়ার প্রত্যয়ে আজ না উঠলে জেগে
চিরতরে নিভে যাবে আলোর প্রদীপ
এই পৃথিবী ঢেকে রবে অন্ধকারে ।