নিশীত রাতের আঁধারে ঢেকে যায় চাঁদ
জোনাকির আলোয় খোঁজে প্রেয়সীর মুখ
স্মৃতিরা বিস্মৃতির গহীনে হারিয়ে যায়
হারায় না কভু শুধু হারানোর দুখ ।
দূরদেশে প্রিয়জন যায় চলে যায়
যা কিছু হারাবার হারায় চিরতরে
মনের ভিতর তবু জেগে থাকে মন
পায় যদি কোনদিন ফিরে তাকে ঘরে ।
হায়রে সময় তুমি কি করে যে পারো
তাকে ছাড়া মুহূর্তে থেমে যেত সব
বছরে বছর যায় পাশে নেই সে
সময় চলে তবু করে কলরব ।
তাতে তোমাতে আজ কত ব্যবধান
তবু দেখো নিজ মতো সবই চলে যায়
হারিয়ে যাবার যে শুধু যায় সেই
হারানোর ব্যথা থাকে স্মৃতির পাতায় ।