বর্ষা এলে কতজনের
অতীত হয় যে আবাস ঘর,
ঢেউয়ে ঢেউয়ে ভাঙ্গে হৃদয়
ভাঙ্গে নদীর দুই পাড় ।
নদীর বুকে জলের বাহার
আকাশেতে মেঘের বাস,
বর্ষা এলেই কতজনের
হয় যে কত সর্বনাশ ।
বৃষ্টি এলেই ঘরের কোণে
সৃষ্টি হয় যে নদীর ঢেউ,
কত জনের সুখ ভেসে যায়
দেখতে পায় না তাদের কেউ ।
নদীর জলে ভাসায় কত
প্রিয়জনের শবদেহ,
কচুর মত ভেসে চলে
ভেঙ্গে যায় তার হৃদ গেহ ।
প্রকৃতিরই এমন দোলায়
দোলে শুধু দুঃখীজন,
সুখী দু'দিন উহ্ আহ্ করেই
শান্ত হয় যে তাদের মন ।