আকাশ জুড়ে মেঘের মেলা
আসবে বুঝি বৃষ্টি,
আষাঢ় এলেই হঠাৎ করে
হয় যে এমন সৃষ্টি ।
আষাঢ় মানেই টাপুর-টুপুর
ব্যাঙ ছানাদের নৃত্য,
কারো চোখ জলে ভরে
কারো ভরে চিত্ত ।
জীবন বাঁচানোর তাগিদে
কেউ বা চলে নিতে ত্রাণ,
মনের সুখে আয়েশ করে
কেউ বা লেখে বর্ষার গান ।
বিধাতারই এমন খেলায়
উপচে পড়ে বানের জল,
কেউ বা উচ্চ স্বরে বলে
প্রিয় আমার বর্ষাকাল ।