বিস্তর ব্যবধানে হয় না মিলন কভু
হয় যদি তা মনের সাথে মনে
সব মিছে হয় ভাবনা যত থাকে
মেলে না তা কোন ক্ষণে ।
তোমার আমার অনেক ব্যবধান
এ জীবনে এই ভুবন প'রে
আমি হলাম কৃষ্ণপক্ষের রাত
শুক্লপক্ষের বাস তোমার ঘরে ।
তুমি আমি যতই দেখি স্বপন
একত্রে বাঁধবার লাগি ঘর
বিস্তর ব্যবধান আছে বলেই
বিধাতাও দেবে না কভু বর ।
তোমার রাজ্যে নতুন করে
সাজাও তুমি আপন মন
আমি চলি দূর-সুদূরে
হারিয়ে যত অতীত ক্ষণ ।