মনের নির্জনতা ভাঙ্গতে একটু ছোঁয়া চাই
একবুক বিশ্বাস আর নির্মল ভালবাসার,
হতাশার বেড়াজাল ডিঙিয়ে আশার ঝলক চাই
প্রফুল্লতা ভরতে জীবনের কানায় কানায় ।
চাওয়ার সাথে পাওয়ার কত ব্যবধান
এই আমাকে দেখলেই পারি বুঝতে !
সাধ্যের সাথে সাধের যদি না হয় মিল
কষ্ট বুকে নিয়ে কাটে জীবনের বেশিটা সময় ।