মানবতার হৃদয় উঠোনে
রক্তে রঞ্জিত দাগ, বিশ্বাসের দেয়াল ধসে পড়ে
আর্ত চিৎকারে, স্বপ্নলাশে মিছিল চলে
রাজপথ ঢেকে যায় অন্ধকারে.......
খোলস ছেড়ে মাথা তোলে
পাষণ্ড দৈত্য-দানবের দল
অনাকাঙ্খিত কাফনে ঢেকে যায়
সুখের বসতভিটার সুখ স্মৃতি.........
সাদা পায়রায় কয়না কথা
বুকে জমে থাকা পাহাড়সম ব্যথায়
ভুলে যায় আপনের টান
সত্যের অপমৃত্যু ঘটে মনের ভিতর ।