মিষ্টি মেয়ে,
চোখের জলে ভাসাও কেন বুক !
কষ্ট আমার হয় না বুঝি
দেখে তোমার কান্না ভেজা মুখ ?
জল ঝরে তোমার চোখে
আমার ভাঙ্গে বুক
চাই না তুমি দুঃখ পাও
চাই যে তোমার সুখ ।
দুঃখ যত আছে মনে
ঝেরে ফেলো দূরে
স্বপ্ন দেখো বড় হতে
নতুন কোন সুরে ।
রঙধনুর রঙে তুমি
সাজাও তোমার মন
সুখের মাঝে জীবন তোমার
কাটাও সারাক্ষণ ।