প্রমোদে মাতিয়া মন
কাটায় যে সারাক্ষণ
অবশেষে কষ্টের হয় পরিণতি,
ভুলো না নিজ কাজ
ভালো কাজে করো না লাজ
বিধাতায় করবে তোমার সুগতি ।
যে যেমন করে যা
লেখা হয় ললাটে তা
খণ্ডাতে পারে না তা কোন কালে,
তুমি করবে যা
পাবো না আমি তা
তোমার পাওনা লেখা হবে তব ভালে ।
এখনই বোঝো মন
এভাবে কতক্ষণ
একদিন হবে খেলা শেষ,
তুমি আমি যাই হই
যেখানে যেমন রই
একদিন হতে হবেই নিরুদ্দেশ ।