হয়তো কোন একদিন, কোন এক ক্ষণে
প্রয়োজন কিংবা বিনা প্রয়োজনে
হৃদয়ের মধ্যখানে করবে অনুভব
হয়তো তেমন কিছুই নয়
নয়তো বা সুখের মনিহার
শুধু তোমার আমার সেই সদ্ভাব ।
এ হৃদয় কত কিছু বলতে চায়
ভাবতে চায় ফেলে আসা স্মৃতির পাতায়
যে স্মৃতিগুলো শুধুই আপনার
যে স্মৃতিগুলোয় স্বপ্ন ছিল
দূরে উড়ে যাবার পাখনা ছিল
যেখানে ছিল দিনের আলো ও রাতের আঁধার ।