সুখগুলো আপন করে
স্বপ্নগুলো সঙ্গী করে
দূর সীমানার ঐ পাড়ে
চলে গেছে প্রিয়া,
ভালবাসার স্মৃতি ফেলে
সুখের আশায় ডানা মেলে
বিরহ আর কষ্টগুলো
আমায় গেছে দিয়া ।
আমায় নিয়ে ছিল তার
অনেক স্বপ্ন ঘর বাঁধার
ঘরের আশায় ঘর ছাড়িয়া
আমায় করেছে পর ।
আমি এখন স্বপ্ন দেখি
আকাশ পানে দেব পাড়ি
আজ আকাশ পানেও নেই তো সুখ
তাতেও উঠেছে ঝড়,
আমি যে সুখের আশায়
পথ চেয়ে রই
সেই সুখগুলোও উড়াল দিছে
আমি হয়েছি পর ।