মায়ায় ভরা মুখখানি তার
লাল বসনের পরী
সূর্যমুখে দাঁড়িয়ে ছিল
এলোকেশগুলো ছড়ি ।
মুখে যেন ছিল তার
মন ভুলানো হাসি
তারে ছাড়া অন্য কাউরে
কেমনে ভালবাসি ।
চোখ দু'টো তার পদ্মকলি
মনের কথা বলে
তারে দেখতে ছুটে যাই
নানা রকম ছলে ।
তারে দেখে মনে হয়
শত জনমের চেনা
তারে ভাবতেই হৃদয় মাঝে
বেজে ওঠে সুখ বীণা ।
হয় যখন সে চোখের আড়াল
মনে থাকে না সুখ
অজান্তে সে খুঁজে ফেরে
তার সে হাসি মুখ ।
তার মুখের মিষ্টি কথায়
হৃদয় ওঠে দুলে
নিজের মনের দুঃখ-ব্যথা
যাই যে সবই ভুলে ।
তারে কত ভালবাসি
কেমনে তারে বলি
তাই তো মনে কষ্ট নিয়ে
আনমনে পথ চলি ।
চলতে চলতে চারিদিকে শুধু
তারেই চোখে দেখি
কাছে যেতে মনে হয়
সবই যেন মেকী ।