স্বপ্নের প্রলোভনে আজ আমি নিঃস্ব
নয়নের কোণ মরুভূমি
অশ্রু বলতে নেই কিছু সেখানে ।
হৃদয়ে কষ্টের দাবদাহে
স্বপ্নের নির্যাস রক্ত হয়ে
অঝোরে ঝরছে দু'নয়নে ।
স্বপ্নের লুকোচুরি
আমার জীবনের দীর্ঘশ্বাস ।
অথচ, কথা ছিল
স্বপ্নগুলো ভালবাসার ছোঁয়া নিয়ে
জীবনকে করবে স্বর্গের আবাস ।