বিভেদের দেয়াল তোলা আঙিনায়
নির্বাসিত সুখস্মৃতি, কল্পনা সুখ বিলাস ।
স্বপ্ন ঘোড়া ছুটে চলে তবু
খুঁজে যায় সুখ স্বপ্ন নিরন্তর ।
বিধিবাম বলে ঝড় ওঠে অবিরত
ভেঙ্গে দেয় হৃদয়ের রঙিন আবাস ।
তুমি চাতক পাখি হও
অথবা পরভৃত কোকিল,
কোন ভাবেই কোন কিছুতেই
কোন সুখের ছোঁয়াতেই
ভরবে না তোমার হৃদয় আকাশ ।
তবু মিছে করে দেখে যাও শুধু
অফুরন্ত সুখের জীবনের যে স্বপ্ন
কোন কালেই হবে না তার পূর্ণ প্রকাশ ।
তুমি তো মানুষই নও, ছলনাময়ী !
তবে কেন এ মিছে ছুটে চলা সুখের তরে ?
সুখ, সে তো তোমারই কারণে
নিয়েছে গলে তুলে মরণের ফাঁস ।