অতি চেনা এই শহরের কোন এক
সুরম্য অট্টালিকার ভিতর-বাহির আজ
স্বর্গরূপে যে উঠেছে ভরে ।
অন্ধকার রজনীর এই প্রথম প্রহরে
অতি চেনা অট্টালিকা যেন
ভিনগ্রহের কোন অজানা-অচেনা এক রঙমহল ।
অন্ধকার ভেদ করা বৈদ্যুতিক বাতির নানা রঙে
সে যেন এক অন্য কোন আলোর ভুবন ।
কৃত্রিম আলো ঝলমল রজনীর এই আয়োজনের
জৌলুস বাড়িয়েছে শতগুণে
নিমন্ত্রিত নানা রঙের নানা ঢঙের কত সুধীজন ।
কত চেনা-জানা মুখ যেন
শত শত তারকার মিলনের হাট ।
তাদের মিছিলে আছেন কত হার্টথ্রব সিলেব্রিটি
নায়ক-গায়ক, বাদক-সাধক, হাকিম-মোক্তার
জজ-ব্যারিস্টার আরো আছেন
সমাজের উঁচুতলার কত সুজন-কুজন
আমলা-রাজনৈতিক কামলাসহ আরো কত প্রিয়জন ।
তাদের পদভার আর নানা আয়োজনে মুখরিত
অট্টালিকা-রঙমহলের আজকের এ জলসাঘর ।
কী নেই, কে নেই এই আয়োজনে !
এই জৌলুস ভরা রঙ্গমঞ্চের এতো আলোর ভিড়ে
এতো তারকার ভিড়ে
শুধু অনাহুত যেন আমি এক কবি ।