নির্ঘুম রাতের কোন এক প্রহরে
এলোমেলো ভাবনায়
নিঃশব্দে চলে এলে তুমি
হঠাৎ করে হারিয়ে যাওয়া
সেই পুরাতন বেশে ।
অতি চেনা সেই বেশ
আমাকে করে দিল আনমনা
আমি ক্ষণিকের তরে ফিরে পেলাম
অতীতের কিছুটা সময় ।
স্মৃতির এ্যালবামের প্রতিটি পাতা
ভেসে উঠলো চোখের পাতায় ।
মিষ্টি কিছু স্মৃতি
হাসি-কান্না-অভিমান ।
সময়ের তরে বিরহের ছাপটা
চলে গেল দূর-বহুদূরে
যেখানে ছিল তার বাস
সেই পথ ধরে ।
যে বিরহ একদিন তোমারই কারণে
এসেছিল আমার সুখের আঙিনায় ।
তারপর ফিরে যাওয়া হয়নি তার
বড় চেপে বসেছিল আমার আঙিনায় ।
আজ আবার তোমারই পরশে
চলে গেল সে ক্ষণিকের তরে ।
অনেকদিন পর আবার নতুন করে
দখিনা বাতাস দোলা দিল মনে
কি এক অজানা ভালো লাগায়
ভরে গেল মন ।
তখন বিরহকে মনে হলো
কোন দূর দেশের অচেনা অতিথি
ক্ষণিকের তরে সে এসেছিল
আমারই আঙিনায় ।
কিন্তু বাস্তবতা ভিন্ন-
সুখের প্রহরগুলো অতি তাড়া করে
চোখের পলকে হয়ে যায় শেষ ।
বিরহ এমনই নিঠুর
বহুদিন-বহুকাল ধরে থাকে তার রেশ।
তাই তো সুখের প্রহরগুলো আবার চলে গেল
ফিরে এলো বিরহ ।
আজও আমি বহুদিন-বহুকাল পরে
বিরহেরই সাথে একত্রে করি বাস ।