রঙচটা জীবনের কি হবে হিসেব কষে
কি হবে মিলিয়ে রাশিফল
যা হবার হয়ে গেছে
যা হবার হবে যা
মিছে ভেবে ভেবে হবে কি আর ।
স্বপ্নগুলো কালের তরে ভেঙ্গে গেছে
আশাগুলো হয়েছে মলিন
মনের যে সাধ সাধ্যের কাছেই
মাথানত করেছে বারবার ।
তবে কি মানব জনম
বৃথাই কেটে যাবে
কভু সূর্যালোকের মত দেবে না উঁকি ?
ভেবে যাই এমন শত
ভাবনার অবকাশে মেলে না উত্তর ।
জীবন হেরে যায় জীবনের কাছে
জন্মটা হয়ে যায় মিছে
তবু বেঁচে থাকি; থাকতে হয়
এ ব্যর্থ-বিবর্ণ জীবনকেই ভালবেসে ।