কি করে মানুষ চিনি বলো ?
মায়ের গর্ভে নিয়েছে জন্ম
আছে স্বনাম ধন্য বাবার পরিচয় ।
পরিজন, প্রিয়জন সব আছে
হাত আছে, পা আছে
চোখ-মুখ আছে, আছে নাক-কান
দেহেও প্রাণ আছে, আছে মুখে ভাষা ।
স্কুল-কলেজ দিয়েছে পাশ
নিয়েছে আরো বড় বড় ডিগ্রি ।
সমাজে সম্মান আছে, সম্মানী কর্ম আছে
আছে মহা-সম্মানী ক্ষমতার ঝড় ।
বিত্ত-বৈভব আছে, আছে মনে সুখ
সাজানো সংসার আছে, আছে তার নাম ।
এ সবেই কি মানুষ চেনা যায় ?
দরদী চিত্ত নাই, চিত্তের মাঝে নেই মানবতা
বিত্তের বড়াইয়ে মনুষ্যত্ব দিয়েছে বিকি ।
কি করে মানুষ বলি তারে !
কি করে মানুষ হয় তার পরিচয় ।
মানুষ, সে তো মানুষই হয়
থাকে মনুষ্যত্ব, থাকে মানবতা
অন্যের প্রতি সম্মান থাকে, থাকে ভালবাসা ।
সমাজের প্রতি দায় থাকে
থাকে ভালো কাজে তার অবদান ।
সবশেষে, সবখানে থাকে তার হুশ-
সেই তো মানুষ ।