রঙ-বেরঙের পসরা সাজিয়ে দোকানি
অপেক্ষার চোরাবালি ভেঙ্গে
স্বপ্ন জাগে তার হৃদয় কন্দরে
খদ্দের আসবে মেলা প্রাঙ্গণে ।
একে একে ফুরাবে সব যত আছে
পসরার ডালি ভরা অগুণতি আসবাবে
সেতার-ঢোল, তবলা-বাঁশি, বর-কনে
পুতুলের বেশে খেলনার বাহার যত ।
আছে যত রাজা-রানী, খৈ-মুড়ি
জিলাপির ভাঁজে গরম উত্তাপ আর
বায়োস্কোপে রূপকথার কাহিনী
সেলুলয়েড ফিতায় বন্দী নটবর ।
চারিদিকে হৈ-চৈ ওঠে কলরব
প্রাঙ্গণ জুড়ে চলে বাহারি আয়োজন
কত মজা, আনন্দের জোয়ারে ভাসে
উচ্ছ্বাসে ভরে ওঠে তৃপ্ত হয় প্রাণ ।
হায়, এতো আয়োজন মেলার প্রাঙ্গণ
শূন্য মুহূর্তেই পড়ে থাকে শুধু মাঠ
সব শেষ হয় ভেঙ্গে যায় মেলা
কর্তৃপক্ষের ঘোষিত এক নির্দেশেই ।