তুফান উঠেছে
বিপদ সংকেত বেড়ে চলেছে অবিরত
ঘূর্ণিবায়ূতে ঢেউ উঠেছে সমুদ্র জুড়ে
মোর ভাঙা তরীখানি যেন
কিছুতেই পায় না খুঁজে তীর ।
ভেসে চলেছি তাই দূর সমুদ্রে
যেখানে বেজে যায় শুধু প্রলয়ের সুর ।
গন্তব্যহীন সমুদ্র যাত্রায়
তুমিহীনা মোর তরীখানি
খুঁজে পাবে না কভু আশ্রয়
পাবে না খুঁজে নোঙর ফেলতে কোন বন্দর ।
তুমিও বলেছিলে, তোমার বন্দরখানি
সযত্নে রাখবে তুলে আমার লাগি
আমি যেন তুফান মাঝে তব বন্দরে
ভেড়াতে পারি মোর তরী ।
অথচ আজ,
অচেনা নাবিকে নোঙর ফেলেছে তব বন্দরে ।