সত্য যত ঢেকে যাক মিথ্যার আবরণে
স্বপ্নের ভুবন জুড়ে বয়ে যাক যত নিরাশার বজ্রাঘাত
দিনের আলোয় হানা দিক যত অন্ধকার কালো মেঘ
তুফান উঠুক যত ইচ্ছেমতো শান্ত দিঘি জলে...
চাঁদের বুক জুড়ে দেখা যাক যত কলঙ্করেখা
আকাশের বুক থেকে খসে পড়ুক যত নীহারিকাপুঞ্জ
কালো ধোঁয়ায় বদলে যাক যত স্নিগ্ধ সমীরণ...
আলেয়ার কুহেলিকায় হারিয়ে যাক যত শত আলো
বন্ধুর বুকে আঘাত করুক যত শত্রুর রোষানল...
কবির কবিতা থেকে হারিয়ে যাক যত ছন্দ
গানে না থাকে না থাকুক রাগিনীর কোন রেশ
পৃথিবীর দিকে ধেয়ে আসুক যত সায়মুম ঝড়
ভেঙ্গে যায় যাক যত স্বপ্ন দিয়ে গড়া বুকের পাঁজর ।
তবু স্বপ্ন দেখে মন; স্বপ্ন দেখায় ক্ষণ
দূর হবে সকল বাঁধা; কেটে যাবে আলো-আঁধারীর ঘোর ।
মিটে যাবে সব দেনা-পাওনা; চুকে যাবে সব হিসেবের পালা
নতুন সূর্য উঠবে একদিন, হবেই হবে ভোর ।
দূর হবে সকল অন্যায়; হবে হবে সত্যের জয়
মুছে যাবে সব কষ্টের দাগ, চলে যাবে সব ভয় ।
নতুন আলোয় আলোকিত হবে পৃথিবী
আলোকিত হবে মানুষ; মানুষের অন্তর ।
সবশেষে, জয় হবে মানুষের; হবে জয় মনুষ্যত্বের ।