হেরে যাওয়া জীবনের অঙ্ক কষতে বসে
গিরগিটির বদলে যাওয়া রঙে তোমাকে দেখি
প্রতিদিন বদলে যাওয়া সমাজের চিত্র মাঝে
যেন তোমার ছবিই ভেসে ওঠে বারবার ।
নদীর ভেঙে যাওয়া কূল জেগে ওঠে ওপারে
মেঘ ঢাকা আকাশেও আলো ফোটে
বিস্মৃতির স্মৃতিগুলোও স্মরণে আসে কখনো
শুধু মেলাতে পারি না এ জীবনের রাশিফল ।
কোথায় ভুল ছিল খুঁজি প্রতিনিয়ত অতিগোপনে
চুপসে যাওয়া বেলুনের মত বুজে আসে চোখ
ক্ষীণদৃষ্টিতে ধরা পড়ে না কিছুই আরশিতে
হেরে গেছি এটাই ধ্রুব সত্য এক জীবনে ।
নতুন রঙে প্রতিদিন আলোকিত হয় তোমার ভুবন
রঙিলা বাতাসে সুখনিদ্রার করো আয়োজন
আমি জেগে জেগে মেঘ ঢাকা আকাশেই তারা গুণি
তুমিহীনা আকাশে, তারা ওঠে না কখনো সজনী ।