এই ফাগুনেও আগুন লেগেছে এ মনে
সাজানো স্বপ্নেরা ফানুসের মত উড়ে গেছে
অবিশ্বাসের দোলাচালে সম্পর্কের টানাপড়েন
পোয়াতি প্রেম ভেঙ্গে গেছে নিছক অভিমানে ।
কেবলই কষ্টেরা ঘুরে ফিরে অবিরত
বাসা বাঁধে আমার ভাঙ্গা মন আঙিনায়
লজ্জায় অপমানে ভালবাসার শাশ্বত বাণী
গুমরে মরে পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতায় ।
খেলার ছলে যে যেমন করে পারে
পিষে মারে কৌশলী অভিনয়ে
বিত্তের বড়াইয়ে চিত্তের বুকে হানে কষাঘাত
অনুশোচনার কোন বালাই নেই কারো মনে ।
আমি সরল বিশ্বাস আর ভালবাসায়
সুন্দরকে যতই নিতে চাই কাছে টেনে
সে ততই দূরে সরে যায় অবহেলায়
বিরহ-যাতনা ঘিরে ধরে এ জীবনে ।