যায় চলে যায় দিন চলে যায়
হয় যে সে শুধুই অতীত
নেই প্রয়োজন আগের মত
এই ঠিকানায় ফেরার তাগিদ ।
তুই কি ভাবতে কি ভাবলি
কেমন করে বদলে গেলি
হঠাৎ করেই বদলে নিলি
নিজ পৃথিবীর সীমারেখা ।
এখন সময় মত ফুল ফোটে না
চাঁদ-তারাদের ঘুম ভাঙ্গে না
বুকের মাঝে বয় যে শুধু
মন পোড়ানো দুঃখ বাতাস ।
কেমন আছিস দূর-সুদূরে
কি করে তুই কাটাস সময়
দিন বদলের ঘোড়ায় চড়ে
কি স্বপ্নে বিভোর এখন ?
ভালো আছিস, ভালো থাকিস
বুকে নিয়ে মান-অভিমান
ব্যস্ততার সব শিকল ছিঁড়ে
হবেই দেখা শেষ ঠিকানায় ।