তুমি যতই লুকাতে চাও নিজেকে
তোমাকে আসতেই হবে লোকালয়ে
মানুষের মাঝে; আমাদের মাঝে
অবশ্যই কোন একদিন......

তোমাকে মাথা তুলে দাঁড়াতেই হবে
তোমার কারণে অথবা আমাদের
ইচ্ছা অথবা অনিচ্ছায়
তোমার তুলনা শুধু তুমিই........

তোমার স্পর্শে আমাকে জাগতেই হবে
আমি মানুষ বলে কথা
মানুষ- মানুষ তো তোমার জন্যই
তুমি সত্য বলে কথা   ।