মুক্ত আকাশ ডাকছে তোমায়
পাখনা মেলে দাও উড়াল
বেঁধে রাখার নেই ক্ষমতা
তাই তো আমি হই আড়াল ।
শক্তি যেদিন ছিল বুকে
ডেকেছিলাম নির্ভয়ে
আজকে আমি অথর্বজন
মুক্তি দিলাম তাই ভয়ে ।
ভালবাসার মন ছিল মোর
স্বপ্ন ছিল চোখ জুড়ে
তাই তো তোমায় ভালবেসে
নিয়েছিলাম আপন করে ।
বিধির বিধান মেনে নিয়ে
আপন করি আমি যারে
সেই তো আমার মন ভেঙ্গে দেয়
তবু আপন ভাবি তারে ।
আবার যদি পাই ক্ষমতা
ডাকবো তোমায় সব ভুলে
হয়তো সেদিন আসবে না আর
থাকবো দু'জন দু'কূলে ।