তোমার বিদায়ে
হয়তো হয়েছে ক্ষত হৃদয়ে
তবুও বুকে বাঁধি আশা
তুমি সুখে থেকো ।
তোমার আমার বন্ধন
টিকে থাকেনি চিরদিনের তরে
তবু আমি করি কামনা
তোমার জীবন তরী
বাঁধাহীন কোন সমুদ্র পথে
খুঁজে পাক আপন ঠিকানা ।
আমার হৃদয়ের অন্তরস্থল থেকে
হাজারবার করি প্রার্থনা
তোমার সুখের আকাশ
ভরে থাকুক উজ্জ্বল নক্ষত্রে ।
যেখানে মিলেছে তোমার বাঁধন
সেখানেই তুমি অবস্থান করো
হাজার বছর ধরে ।
তোমারই স্মরণে হয়তো বা কখনো
অজান্তেই কষ্ট পাবো আমি
ভরে যাবে অশ্রুজলে দু'নয়ন ।
তবুও সে জলে
ভাসতে দেব না তোমার সুখ
আমার জীবনের দামে
কিনবো তোমার হাসি ।
যে হাসি ; যে চোখের ভাষা
আমাকে করেছিল মুগ্ধ
সেই মুগ্ধতায় ভরে থাকুক
তোমার প্রতিটি সময়; প্রতিটি ক্ষণ ।