সময় দ্রুত যায়
শশধর ডাকে ইশারায়
বাঁধিতে ঘর ঐ অনন্ত অম্বরে   ।
জীবনান্তের পথ ধরে
আমিও চলি তাঁকে দিতে সাড়া
যে ডাকে চলে গেছে
আদ্যন্ত মনুষ্যসব ।
নিয়তিই যেখানে গড়ে দেয় গন্তব্য
আমি তো সামান্য অনুচর
কি করে ফেরাই তাঁর আহ্বান  !
নিরাশার ধরা হতে শ্রেয়
অনন্ত অম্বরের আবাস  ।
তাই তো আজ অপেক্ষায় অহর্নিশি
কখন বন্ধ হবে নিঃশ্বাস  ।

রচনাকাল-০৩/০৮/২০০৭