মন বাগানে ফুটলো হঠাৎ
চম্পা, বেলি, জুঁই
ভালবাসার মণিকোঠায়
জায়গা নিলি তুই ।
তোর কারণে জীবন পালে
লাগলো সুখের হাওয়া
তোর কারণে হঠাৎ করে
আমার বদলে যাওয়া ।
তোর কারণে জীবন আমার
বদলে গেল ক্ষণে
তোর কারণে সুখের পরশ
লাগলো আমার মনে ।
ছন্নছাড়া জীবন হঠাৎ
খুঁজে পেল সুর
স্বর্গ সুখের জীবন আমার
নয়কো বেশি দূর ।
জীবন খাতায় নতুন গল্প
লিখতে এলি তুই
তোর কারণে তুই-আমি
এক হলাম আজ দুই ।
তোর কারণে বেসুরো জীবন
সুরের পেল খোঁজ
তোর কারণে সুখের ভিটায়
বসত করি রোজ ।
তোর কারণে খেলি আমি
নিত্য সুখের খেলা
তোর কারণে কাটে আমার
সুখেই সারাবেলা ।
তোর কারণে একই সাথে
একই পথে চলি
গাই দুজনে একই গান
একই কথা বলি ।
তোর কারণে মোদের সবাই
বলে মানিকজোড়
তোর কারণে মোর আঙিনায়
ওঠে সুখের ভোর ।
তোর কারণে জীবন পাতায়
পড়লো সুখের আলো
তোর কারণেই তোকে আমি
বাসি অনেক ভালো ।