জীবনের বারোটি মাস
আমরা কেউ পারি না
একান্ত নিজের করে
নিজের মত করে রাখতে ।
নানা দোলায় দোলে জীবন
জীবনের একান্ত সুখ-দুঃখগুলো
নিজেকে ছাড়িয়ে ছড়িয়ে যায়
দূর-বহুদূর-বহুমনে ।
সুখ-সুখ অনুভূতি
জীবনের প্রতিটি পাতায়
অস্পষ্ট অক্ষরে লিখে যায়
সুখ-সুখ স্মৃতির প্রহর ।
দুঃখ ! সে তো জীবনের
এক অপ্রিয় সত্য ।
জীবনের প্রতিটি পাতায় যার বিচরণ
অস্পষ্ট অক্ষরে লেখা সুখ হতে
অনেক অনেক গুণ বেশি ।
যে পথে সুখের আগমন
সে পথেই বিদায় নেয় দুঃখ,
যেখানে দুঃখ করে ভিড়
সুখ সেখানে হয়ে যায় গত ।