জীবনের বসন্তদিন
যৌবন কেটে গেছে
আলস্যে অবহেলায় ।
মিথ্যে অহমিকার চাদরে
ঢেকে ফেলেছি সত্য,
আজ সব পড়ছে মনে
এসে জীবনের সায়াহ্ন বেলায় ।
'ক্ষণিকের তরে জীবন'
এমন সত্য বিধান
কিসের মোহে ভুলে
করে গেছি শুধু
মিথ্যের আদান-প্রদান ।
সময়ের স্রোতে ভেসে গেছি
পাপ সমুদ্রের অন্য তীরে,
তাই শূন্য হাতে ফিরছি আজ
চির জনমের নীড়ে ।