অবিরত বহে যদি সুখ
জীবন জুড়ে; তবে কেমনে বলি
জীবন তারে ।
জীবন মানে সে তো নানামুখী দোল
কখনও ব্যথার বেদন
কখনও হয় সে রঙমহল ।
ব্যথার বেদনে যদি
থেমে যায় জীবনের পাল
খুঁজে পাবে না তুমি
সুখের সকাল ।
দুঃখের কাছে তুমি কভু
মেনে নিও না তো হার
একদিন দেখবে তুমি
দূর হবে সকল অন্ধকার ।