আমি দূর সীমানার পথিক
ক্ষণিকের তরে পৃথিবীর পথে
ভিড়াইয়াছি মোর তরী,
জানি ক্ষণিকের মায়ায়
বাঁধা পড়িয়াছি তবু
যাইতে হবে সব ছাড়ি ।
কত স্বপ্ন আশায়
বাঁধিয়াছি বুক
গড়িতে চাহিয়াছি অমর আবাস,
তবু সবকিছু মিছে করে
দূর সীমানার পথেই
করতে হবে মোর বাস ।
তাই মনটারে বুঝাই শত
এমন সময় পার করবে কত
করে নাও কিছু সঞ্চয়,
সুখ যদি নাহি পাই
দুঃখটারেও নাহি চাই
দূর করে নিতে হবে মনের সব ভয় ।
রচনাকাল-০৬/১১/০৭